কাংশা ইউনিয়নে দিটি নদী যেমন শমশরী নদী যে নদী ভারত থেকে বালিজুরী হয়ে কাংশা গ্রাম দিয়ে আয়নাপুর বাজার ঘেষে দুপুরিয়া হয়ে ধানশাইল ইউনিয়নে প্রবেশ করেছে। এই নদীর উপর আয়নাপুর বাজারে নিকট একটি বড় সেতু নির্মান হয়েছে। আর অন্য নদীটি ভারত থেকা সরাশরি কাংশা ইউনিয়নে প্রবেশ করেছে। কাংশা ইউনিয়নে মোট ০৮ (আট) টী খাল ও দুইটি নদী রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস