কাংশা ইউনিয়নের প্রতিটি গ্রামে বছরের অনেক সময়ী বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খেলাধুলা হয়। যেমন- মোড়গ লড়াই, গোলাছট, হাডুডু ইত্যাদি।
তাছাড়া ফুটবল, ক্রিকেট বছরের প্রায় সব সময় হয়ে থাকে।
বিনোদনঃ
কাংশা ইউনিয়ন বিনোদন দিক থেকে অনেক এগিয়ে আছে। এখানে গাড়ো ও কোচ আদিবাসীরা গান-বাজনা, নিত্য ও অন্যান্য আমোদকর অনুষ্ঠান করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস